Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩ : আহত ৩০ অন্যান্য স্থানে আরো ৩ জনের মৃত্যু

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। এর মধ্যে পাবনার মাধবপুর নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খালে উল্টে পড়লে তিন যাত্রী প্রাণ হারান। এ ছাড়া চট্টগ্রামে পৃথক ঘটনায় স্কুলছাত্রসহ দুইজন এবং নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।
পাবনায় নিহত ৩ \ আহত ৩০ : পাবনা জেলা সংবাদদাতা জানান, পাবনা-ঢাকা মহাসড়কের মাধপুর নামক স্থানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পাবনার আতাইকুলা থানাধীন মাধপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পাবনার মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদ হোসেন জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কাজিরহাট থেকে ছেড়ে আসা পাবনাগামী উত্তরা ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মধুপুর নাম স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের একটি খালে উল্টে যায়। এই বাসে থাকা যাত্রীদের মধ্যে ৩০ জন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসাপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান। নিহদের মধ্যে দুইজনের নাম পরিচয় পাওয়া গেছে। এরা হলেনÑ জেলার আমিনপুর থানার কাশিনাথপুর বরাট গ্রামের নিফাজ উদ্দিনের পুত্র আবু মুছা (৪০), সাঁথিয়া উপজেলার বোয়ালিয়া হাটবাড়িয়া গ্রামের আবদুল কাদেরের পুত্র আবদুল মমিন। অপর একজনের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ জানাতে পারেনি।
চট্টগ্রামে রিকশাচালক নিহত
চট্টগ্রাম ব্যুরো জানায়, নগরীর মুরাদপুরে দ্রæতগামী ট্রাক চাপায় কবির হোসেন নামে এক রিকশাচালক মারা গেছে। নির্মাণাধীন ফ্লাইওভারের শেষপ্রান্তে গতকাল (বুধবার) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের ধাক্কায় রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। রিকশায় থাকা দুই যাত্রীকে আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত ট্রাকটি রিকশার সাথে পাশের একটি বৈদ্যুতিক খুঁটিকেও ধাক্কা দেয়। এ ঘটনায় ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
রাউজানে শিশুর মৃত্যু
রাউজান উপজেলা সংবাদদাতা জানান, চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় সামিউল হক (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলী চৌধুরী বাড়ির সেলিমুল হকের একমাত্র পুত্র ও গহিরা এলাকার রাহাত আলী আমজাদ আলী নুরানী একাডেমির শিশু শ্রেণির ছাত্র।
নীলফামারীতে নিহত ১
নীলফামারী সংবাদদাতা জানান, নীলফামারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আনারুল ইসলাম (৩০) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বুধবার দুপুর একটার দিকে জেলা সদরের নীলফামারী-ডোমার সড়কের পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ ভবনের অদূরে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আনারুল ইসলাম পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা এবং একই ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাবনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ