পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : দরপতন থামছে না শেয়ারবাজারে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দরপতনের মধ্য দিয়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন শেষ হয়েছে। এর আগে টানা আট কার্যদিবস উভয় বাজারে পতনের পর গত সোমবার সূচকের সামান্য উত্থান হয় কিন্তু সেই উত্থান মাত্র একদিনের ছিল। আবার গতকালের লেনদেনের মাধ্যমের পুঁজিবাজারে টানা দুই কার্যদিবস পতন ঘটল। তবে গতকাল ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে।
ডিএসইর প্রধান সূচক ১৬ দশমিক ৪২ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ১৮ দশমিক ৩২ পয়েন্ট কমেছে। উভয় পুঁজিবাজাওে মোট লেনদেন হয়েছে ৭৩৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৫০ কোটি ৬৩ লাখ।
ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৮৪ কোটি ১৮ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭০৫ কোটি ৭১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২১ কোটি ৫৩ লাখ টাকা। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৮৩ পয়েন্ট কমে ১ হাজার ২৭৯ পয়েন্টে এবং ১ দশমিক ০১ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৫৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১৪৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো শাহজিবাজার পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, সাইফ পাওয়ার, ডিডি কম, সিটি ব্যাংক, ডেসকো, ইসলামী ফাইন্যান্স, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড, বেক্সফার্মা এবং প্রিমিয়ার ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : ইসলামিক ফাইন্যান্স, বিডি কম, নর্দার্ন জুট, হাক্কানী পাল্প, ফিনিক্স ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, এসইএমএল আইবিবিএল শরীয়াহ্ ফান্ড, গেøাবাল ইন্স্যুরেন্স, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ও এফবিএফ আইএফ। দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : আল আরাফাহ্ ইসলামি ব্যাংক, ঢাকা ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স, বিডি অটোকারস, শ্যামপুর সুগার, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এভেন্স টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল ও স্যালভো কেমিক্যাল। অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৫৩ কোটি ৩৮ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৮ কোটি ৪৬ লাখ টাকার বেশি। সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৮ দশমিক ৩২ পয়েন্ট কমে ১০ হাজার ৪৪৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩১ দশমিক ৫২ পয়েন্ট কমে ১৭ হাজার ২২৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ১০ পয়েন্ট কমে ১ হাজার ২৭১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৯ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৭৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১০৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৩টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো ফার কেমিক্যাল, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, বিডি কম, লংকা-বাংলা ফাইন্যান্স, সাইফ পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, আরএন স্পিনিং এবং তুংহাই নিটিং।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।