Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিটি ব্যাংকের সাথে চালডাল লি.-এর চুক্তি

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সিটি ব্যাংক চালডাল লি.-এর সাথে একটি ই-কমার্স চুক্তি সম্পাদন করেছে। সম্প্রতি হওয়া এ চুক্তির আওতায় এখন থেকে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস কার্ড মেম্বাররা বছর জুড়ে চালডাল.ডট কম-এ কেনাকাটায় ৫ শতাংশ ছাড় পাবেন। চালডাল ডট কম ওয়েবসাইটে সিটি ব্যাংকের ই-কমার্স গেটওয়ে ব্যবহার করা হয় যার মাধ্যমে যে কোনো লোকাল বা ইন্টারন্যাশনাল ভিসা, মাস্টারকার্ড ও আমেরিকান এক্সপ্রেস কার্ডের মাধ্যমে কেনাকাটা করা যায়।
সিটি ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস মাজহারুল ইসলাম এবং চালডাল লি.-এর কো-ফাউন্ডার ও সিইও জিয়া আশরাফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি সম্পাদনকালে সিটি ব্যাংকের হেড অব ই-কমার্স নওশাবা দুররানি, চালডাল লি.-এর ডিরেক্টর করপোরেট অ্যাফেয়ারস্্ এইচ ইউ সাহেদসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ