মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিদেশি কর্মীদের জন্য ভিসায় কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। গত মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এ ঘোষণা দিয়েছেন। অস্ট্রেলিয়ায় ৪৫৭ ভিসা প্রোগ্রামের আওতায় বিদেশি দক্ষ শ্রমিকদের ভিসা দেওয়া হয়। সমালোচনাকারীদের দাবি, এই ভিসা পদ্ধতির কারণে অস্ট্রেলিয় শ্রমিকরা দেশীয় বাজারে চাকরি পাচ্ছে না। তাদের জায়গায় বিদেশি শ্রমিকদের প্রাধান্য দেওয়া হচ্ছে। সরকারি হিসেবে বর্তমানে অস্ট্রেলিয়ায় ৪৫৭ ভিসা প্রোগ্রামের আওতায় ৯৫ হাজার ৭৫৮ জন বিদেশি শ্রমিক কাজ করছে। এদের মধ্যে ২৪ দশমিক ৬ শতাংশই ভারতীয়। তালিকায় এরপরেই আছে ব্রিটেনের অবস্থান। গত মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জানিয়েছেন, অস্ট্রেলিয়ার নাগরিকদের স্বার্থে ৪৫৭ ভিসা প্রোগ্রাম পুরোপুরি বাতিল করে দেওয়া হবে। এর পরিবর্তে নতুন দুটি ভিসা পদ্ধতি চালু করা হবে, যাতে বিদেশিদের কাজের সুযোগ সীমিত করা হবে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।