মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : তুরস্কের পূর্বাঞ্চলীয় তুনজেলি প্রদেশে গত মঙ্গলবার পুলিশের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা ১২ আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত পুলিশ কর্মকর্তা এবং দুজন বিচারক রয়েছেন। বাকি চারজনের মধ্যে একজন সার্জেন্ট এবং তিনজন বিমানের ক্রু। তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলেছে, ভারী বৃষ্টিপাত এবং কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। নিরাপত্তা সূত্রগুলোও বলছে, খারাপ আবহাওয়ার কারণে এটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তুনজেলি প্রদেশের গভর্নর ওসমান কায়মাক জানান, সম্ভবত প্রতিক‚ল আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে হেলিকপ্টারটির সব আরোহী নিহত হয়েছেন। নিহতদের লাশ শনাক্ত করেছেন উদ্ধারকর্মীরা। রয়টার্স, ডেইলি সাবাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।