Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধ্যপ্রাচ্যে জোট গড়ছে আইএস আল কায়েদা

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকে জোটবদ্ধ হচ্ছে ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদা। মসুলে জঙ্গিবিরোধী অভিযান জোরদার হওয়ার পরে মূলত অস্তিত্ব রক্ষার স্বার্থে তাদের এ জোটবদ্ধতা। এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইরাকের ভাইস প্রেসিডেন্ট আয়াদ আলাওয়ি। তিনি বলেন, ইরাকে আল-কায়েদা ও আইএস’র মধ্যে আলোচনা শুরু হয়েছে। আইএসের আবু বকর আল বাগদাদি ও আল-কায়েদার আয়মান আল জাওয়াহিরি এক সঙ্গে জোট বাধার চেষ্টা করছেন। তাদের দূতেরা গোপন বৈঠক করেছেন। তবে তারা কীভাবে কাজ করবেন তা নিশ্চিত নয়। ইরাকের বেশ কয়েকটি শহর আইএসের কবল থেকে পুনর্দখল করেছে সরকারি বাহিনী। এখন দেশটিতে আইএসের সবশেষ শক্ত ঘাঁটি মসুলে তীব্র লড়াই চলছে। শহরটির বিমানবন্দর ও বিশ্ববিদ্যালয় এলাকাসহ বেশকিছু অংশ সরকারি বাহিনীর দখলে এসেছে। চলমান জঙ্গিবিরোধী লড়াইয়ে সরকারি বাহিনীকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। অভিযানের মুখে ইরাকে জঙ্গিরা ব্যাপক মাত্রায় কোণঠাসা হয়ে পড়েছে। এ কারণে অস্তিত্ব রক্ষায় তারা নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এর জেরেই আল-কায়েদা ও আইএস জোট গড়ছে বলে আয়াদ আলাওয়ির মনে করেন। তবে সবশেষ ঘাঁটি মসুল হাতছাড়া হলেও আইএস হারিয়ে যাবে না। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ