Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে সর্ববৃহৎ অ-পারমাণবিক বোমায় ২১ ভারতীয় নিহত

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানে সর্ববৃহৎ অ-পারমাণবিক মার্কিন বোমার আঘাতে ২১ ভারতীয় নিহত হয়েছে। আফগানিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে গতকাল বুধবার ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এ খবর দিয়েছে। এদিকে ভারতীয় জাতীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ বলেছে, এ খবরের বিষয়ে তারা এখনো নিশ্চিত হতে পারেনি। এ নিয়ে তারা তদন্ত করবে বলেও জানিয়েছে এনআইএ। খবরে আরো বলা হয়েছে, গত মাসে পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে কেরালা রাজ্যের ২১ ব্যক্তি আফগানিস্তানে চলে যায়। এ দলে নারী এবং শিশুও ছিল। তারা দেশটির আইএস নিয়ন্ত্রিত অঞ্চলে বসবাস করতে থাকে। এরা আইএস নামেও পরিচিত। গত দুই মাস ধরে এনআইএ এ বিষয়ে তদন্ত করছে। ড্রোন হামলায় ভারতীয় দুই নাগরিক মোহাম্মদ হাফিজউদ্দিন এবং মুরশিদ মোহাম্মদ নিহত হয়েছে বলেও এনআইএ জানতে পেরেছে। এ ছাড়া, নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এনআইএ। প্রসঙ্গত, চলতি মাসের প্রথম দিকে বিশ্বের সর্ববৃহৎ অ-পারমাণবিক এ বোমা আফগানিস্তান ফেলে। এতে প্রায় ১০০ ব্যক্তি নিহত হয়েছে। জিবিইউ-৪৩ ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার বøাস্ট বম্ব সংক্ষেপে মোয়্যাব বা এমওএবি নামের এটি সব বোমার জননী হিসেবেও পরিচিত। ২০০৩ সালে ইরাক যুদ্ধের আগে প্রথম এ বোমার পরীক্ষা করা হলেও এ পর্যন্ত যুদ্ধে ব্যবহার করা হয়নি। এপি, ইন্ডিপেনডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ