Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন রণতরী আর্মাডা যাচ্ছে ভারত মহাসাগরে

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

অস্ট্রেলিয়ার সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেবে বলে জানিয়েছে পেন্টাগন
ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে নিবৃত্ত করতে কোরীয় উপদ্বীপে মার্কিন নৌবহর কার্ল ভিনসন প্রেরণের পর গত মঙ্গলবার আর্মাডা নামের আরো একটি রণতরী যুক্তরাষ্ট্র ছেড়ে যায়। এতে যুদ্ধের আশঙ্কা আরো ঘনীভ‚ত হয়ে ওঠে। তবে ওই আর্মাডা অস্ট্রেলিয়ার সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতে ভারত মহাসাগরের দিকে যাত্রা করেছে বলে সর্বশেষ পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে। খবরে বলা হয়, কোরীয় উপদ্বীপ নয়, বরং তার থেকে সাড়ে তিন হাজার মাইল বিপরীতে যাত্রা করেছে মার্কিন রণতরী আর্মাডা। এ নিয়ে পেন্টাগন ও হোয়াইট হাউসের মধ্যে ভুল তথ্য আদান-প্রদান হয়েছে বলেও মার্কিন প্রতিরক্ষা সদর থেকে জানানো হয়েছে। এর আগে জানানো হয়েছিল, জাপান সাগরের উদ্দেশে ওই রণতরী যাত্রা করেছে। এতে অনেকে ধারণা করেছিল, সম্ভবত উত্তর কোরিয়ার দিকে এটি প্রেরণ করেছে মার্কিন প্রশাসন। আর্মাডা কার্ল ভিনসনকে অনুসরণ করছে বলেও বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছিল। প্রসঙ্গত, গত ৮ এপ্রিল শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে সিঙ্গাপুর থেকে কোরীয় উপদ্বীপে স্ট্রাইক গ্রæপসহ রণতরী কার্ল ভিনসন পাঠায় যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ড। উত্তর কোরিয়ার উসকানির জবাব দিতেই ওই রণতরী পাঠানো হয়েছে বলে মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানান। এরপরই নতুন করে আর্মাডা পাঠানোর ঘোষণা আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে বলেন, আমরা একটি আর্মাডা পাঠাচ্ছি। খুবই শক্তিশালী। ট্রাম্পের এই ঘোষণায় উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধের আশঙ্কা আরো তীব্র হয়। সম্প্রতি উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ মাত্রা ছাড়িয়েছে। কিম জং উনের মিত্র চীন মনে করছে যুদ্ধ অবশ্যম্ভাবী। আর তা যে কোনো সময় শুরু হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আগাম হামলা করলে তা মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতারা জানান, প্রয়োজনে মার্কিন হামলার জবাব পারমাণবিক বোমা ব্যবহার করে দেয়া হবে। আর এজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেয়া হয়েছে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ