মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরান ২০১৫ সালের চ‚ড়ান্ত পরমাণু সমঝোতার আওতায় দেয়া প্রতিশ্রæতি মেনে চলছে বলে মার্কিন কংগ্রেসকে জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। জেসিপিওএ নামে পরিচিত চ‚ড়ান্ত সমঝোতার আওতায় ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করার বিষয়টি অব্যাহত রাখা হলে তাতে মার্কিন জাতীয় স্বার্থ রক্ষিত হবে কিনা তা মার্কিন প্রশাসন পর্যালোচনা করছে বলে জানান হয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পল রেয়ানের কাছে লেখা চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আরো জানান যে জেসিপিওএ পুরোপুরি পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের নির্দেশে জাতীয় নিরাপত্তা পরিষদের নেতৃত্বে মার্কিন আন্ত-সংস্থার পর্যালোচনা চলছে বলে জানান তিনি। ইরানের জেসিপিওএ মেনে চলা সংক্রান্ত সনদ ৯০ দিন পরপর কংগ্রেসকে পাঠাতে বাধ্য হোয়াইট হাউজ। আর এই প্রথমবার এটি পাঠাল ট্রাম্প প্রশাসন। অবশ্য, নানা মঞ্চে এবং প্রক্রিয়ায় ইরান রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাস চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন টিলারসন। এ প্রেক্ষাপটে চ‚ড়ান্ত পরমাণু সমঝোতা পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।