Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

যুক্তরাষ্ট্রে অভিবাসী গ্রেফতার বেড়েছে ৩২ শতাংশ

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে অভিবাসী গ্রেফতার বেড়েছে ৩২ দশমিক ৬ শতাংশ। গত তিন মাসে দেশটির ইমিগ্রেশন বিভাগে ২১ হাজার ৩৬২ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার প্রথম সপ্তাহ থেকে এ পর্যন্ত গ্রেফতারের এসব ঘটনা ঘটে। মার্কিন গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের প্রথম তিন মাসে এই সংখ্যা ছিল ১৬ হাজার ১০৪ জন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, আগের বিগত বছরগুলোতে যেসব শরণার্থীকে গ্রেফতার করা হয় তাদের চার ভাগের তিনভাগের বিরুদ্ধেই গুরুতর অপরাধের অভিযোগ ছিল। অথচ ২০১৭ সালের গ্রেফতারদের অধিকাংশের বিরুদ্ধে এধরনের কোনো অভিযোগ নেই। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) মুখপাত্র এক বিবৃতিতে জানান, রাষ্ট্র, সাধারণ মানুষ ও সীমান্তের নিরাপত্তা- এ তিনটির জন্য যাদের হুমকি মনে করা হয়েছে তাদেরই গ্রেফতার করা হয়েছে। ওয়াশিংটন পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ