Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ার মসজিদে ছিল বেসামরিক লোকজন

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গত মাসে সিরিয়ার উত্তরাঞ্চলে মসজিদে নামাজরতদের উপর প্রাণঘাতী ড্রোন হামলার সময় যথাযথ সতর্কতা অবলম্বন করতে ব্যর্থ হয় মার্কিনিরা বলে তিনটি ভিন্ন ভিন্ন তদন্তের ফলাফলে এমনটি দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে, আলেপ্পোর ওই বিমান হামলার প্রধান লক্ষ্য ছিল আল-কায়েদা। কিন্তু গবেষক ও মানবাধিকার সংগঠনগুলোর দাবি, হামলার মূল শিকার হয় বেসামরিক মানুষ। হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডবিøউ), লন্ডনভিত্তিক ফরেনসিক আর্কিটেকচার এবং মুক্ত তথ্যের তদন্তকারী সংস্থা বেলিংক্যাটের প্রতিবেদনে দাবি করা হয়, ১৬ মার্চ পশ্চিম আলেপ্পোর আল-জিনাহ মসজিদে আমেরিকার বিমান হামলায় অন্তত ৩৮ জন নিহত হয় এবং আহত হয় আরও কয়েক ডজন। অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করে, কঠোর নজরদারির পর সিরিয়ায় আল-কায়েদার ওই সমাবেশস্থলকে লক্ষ্যবস্তু করা হয় এবং এতে কয়েক ডজন আল-কায়েদা সদস্য নিহত হন। কিন্তু তদন্ত প্রতিবেদন বলছে, স্থানীয়দের সাক্ষ্য ও সেই সঙ্গে ওই ভবনের ছবি ও ভিডিও অনুযায়ী, ওই মসজিদটি এলাকায় সুপরিচিত ছিল। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে বক্তৃতা সভার আয়োজন করা হতো। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ