মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র আগাম ভোটের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ সংসদের বিরোধীদলীয় নেতা জেরেমি করবিন। তিনি বলেছেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করবে, এমন একটি সরকারের পক্ষে ভোট দেয়ার সুযোগ তৈরি করে দিয়েছে এই নির্বাচন। খবরে বলা হয়, গত মঙ্গলবার লন্ডনে ডাউনিং স্ট্রিটের অফিসের সামনে দাঁড়িয়ে আচমকা আগাম নির্বাচনের ঘোষণা দেন তেরেসা মে। ২০২০ সাল পর্যন্ত তার সরকারের মেয়াদ রয়েছে। তা সত্তে¡ও আগাম ভোটের ডাক দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ব্রেক্সিটকে সামনে রেখে এ পদক্ষেপ দেশের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করবে এবং স্থিতিশীলতা নিশ্চিত করবে। ব্রেক্সিট বাস্তবায়নে যুক্তরাজ্যের শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন উল্লেখ করে তেরেসা মে বলেন, দেশ হিসেবে যুক্তরাজ্য এক হলেও ওয়েস্টমিনিস্টার এক হতে পারছে না। এই বিভাজনের কারণে আমাদের সফলভাবে ব্রেক্সিট করার সক্ষমতা কমে যাবে এবং তা দেশকে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার মুখে ঠেলে দেবে। এই পরিস্থিতিতে আমি মনে করি, দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই মুহূর্তে নির্বাচন প্রয়োজন। তেরেসা মে’র এই আগাম নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়ে লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেন, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি দেশের অর্থনৈতিক পুনর্গঠনে ব্যর্থ হয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।