Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটেনের নির্বাচন ঘোষণায় বদলাচ্ছে না ইইউর ব্রেক্সিট পরিকল্পনা

ইউরোপীয় কাউন্সিল ২৯ এপ্রিলেই ব্রেক্সিট নির্দেশিকা গ্রহণ করবে

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইইউ নেতাদের প্রতিনিধিত্বশীল ইউরোপীয় কাউন্সিল বলেছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসো মে’র আগাম নির্বাচন ঘোষণায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ব্রেক্সিট পরিকল্পনা বদলাচ্ছে না। তেরেসা মে ইতোপূর্বে ২০২০ সালের আগে নির্বাচন অনুষ্ঠান না করার প্রতিশ্রæতি দিলেও আগামী ৮ জুন আগাম নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। তবে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের মুখপাত্র বলেছেন, ইইউর অন্য ২৭টি দেশ পরিকল্পনামতোই এগিয়ে যাবে। তিনি বলেন, যুক্তরাজ্যের নির্বাচনের কারণে আমাদের ইইউ২৭ পরিকল্পনা বদলাবে না। ইউরোপীয় কাউন্সিল ২৯ এপ্রিলেই ব্রেক্সিট নির্দেশিকা গ্রহণ করবে এবং এরপর ২২ মে তেই আলোচনার দিকনির্দেশনা প্রস্তুত হয়ে যাবে বলে আমরা আশা করছি। আর তা হয়ে গেলে ইইউ২৭ আলোচনা শুরু করতে পারবে। নির্বাচনের ঘোষণার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী মে’র সঙ্গে ফোনে ভালো কথোপকথন হয়েছে বলেও এক টুইটে জানান টাস্ক। এক ইইউ কর্মকর্তা এবং ব্রেক্সিট আলোচনাবিষয়ক মুখপাত্র সংবাদ মাধ্যমকে বলেছেন, তারা ব্রিটেনের এ নির্বাচন ঘোষণার ফলে আরও উন্নত আলোচনার পথ সুগম হবে বলেই আশা করছেন। তারা বলেন, এটি যুক্তরাজ্যের অভ্যন্তরীণ ব্যাপার। তবে আমরা আশা করছি, এতে করে লন্ডনে বলিষ্ঠ নেতার আগমন ঘটবে, যিনি নির্বাচকমÐলীর শক্তিশালী সমর্থন নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে পারবেন। তবে অনেকে আবার যুক্তরাজ্যের নির্বাচনের কারণে ব্রেক্সিট প্রক্রিয়ায় ঝুঁকি এবং আরও অনিশ্চয়তা সৃষ্টিরও আশঙ্কা করছেন। ইউরোপিয়ান পিপলস পার্টি (ইপিপি) গ্রæপের মধ্য-ডান বেলজিয়ান সদস্য টম ভান্ডেনকান্ডেলায়েরে এক টুইটে এমন আশঙ্কা প্রকাশ করেছেন। বিবিসি, রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ