Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আহলে সুন্নাতের বিক্ষোভ সমাবেশ কওমি সনদের স্বীকৃতি বাতিলের দাবি

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : দেশে মাদরাসা শিক্ষানীতিকে সরকারিভাবে বিভক্ত না করে আহলে সুন্নাত ওয়াল জামাআত নেতৃবৃন্দ সব মাদরাসা শিক্ষার জন্য অভিন্ন সিলেবাস ও কারিকুলামভুক্ত করে একই শিক্ষাবোর্ড ও বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসার দাবি জানিয়েছেন। সমাবেশে বক্তারা কওমি সনদের স্বীকৃতি বাতিলের দাবি জানান। গতকাল (মঙ্গলবার) আহলে সুন্নাতের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটির কেন্দ্রীয় সদস্য মুফতি সৈয়্যদ অছিয়র রহমান। বক্তব্য রাখেন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক আল্লামা এম এ মতিন, সদস্য সচিব এড. মোছাহেব উদ্দীন বখতিয়ার, আল্লামা এম এ মান্নান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ