মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : তুরস্কে তৃতীয়বারের মতো জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর গণভোটে জয়ের পরদিন জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা। গত সোমবার আঙ্কারায় উপ-প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দু’দিন পর জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। অনুষ্ঠিত গণভোটে প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থার পক্ষে ভোট পড়েছে ৫১.৪১ শতাংশ। দেশটির নির্বাচন কমিশন গণভোটের রায়কে বৈধতা দিয়েছে। এর মধ্যদিয়ে আরও সাংবিধানিক ক্ষমতা পেয়েছেন এরদোগান। প্রসঙ্গত, তুরস্কের গণভোটে ইউরোপীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পর্যবেক্ষকরা কারচুপি ও পক্ষপাতের অভিযোগ করেছিলেন। তারা এ গণভোটকে ইউরোপীয় মানের নয় বলে উল্লেখ করেছিলেন। দেশটির প্রধান দুই বিরোধী দল গণভোটে তাদের পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপল’স পার্টি (সিএইচপি) এই ফলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা ৬০ শতাংশ ভোটের পুনঃগণনার দাবি জানিয়েছে। তুরস্কের বড় তিন শহর ইস্তাম্বুল, আঙ্কারা ও ইজমিরে ‘না’ ভোট পড়েছে বেশি। কুর্দিপন্থী পিপল’স ডেমোক্র্যাটিক পার্টিও (এইচডিপি) গণভোটের ফলাফল চ্যালেঞ্জ করেছে। গণভোট জয়ের একদিন পরই আসলো জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা। গত বছর জুলাইয়ে অভ্যুত্থান প্রচেষ্টার পর থেকে দেশটিতে জরুরি অবস্থা জারি রয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো এর মেয়াদ বাড়ানো হলো। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।