Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ফিলিস্তিনিদের গণঅনশন ইসরাইলের কারাগারে

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মৌলিক অধিকারের দাবিতে ও ইসরাইলি কারাগারগুলোর মানবিক সংকটের প্রতিবাদে গণঅনশন শুরু করেছে কারাগারে থাকা দেড় হাজার ফিলিস্তিনি রাজনৈতিক বন্দি। প্রতি বছর ১৭ এপ্রিল কারাবন্দি দিবস পালন করে ফিলিস্তিনিরা। চলতি বছর দিবসটির সঙ্গে মিলিয়ে গণঅনশনে নেমেছেন তারা। ফাতাহ নেতা মারওয়ান বারঘুতির নেতৃত্বে শুরু হওয়া এ অনশনে ইসরাইলের ছয়টি কারাগারে অংশ নিচ্ছেন সব রাজনৈতিক পক্ষের বন্দিরা। হেবরনভিত্তিক প্যালেস্টানিয়ান প্রিজনার্স সেন্টার ফর স্টাডিজে’র মুখপাত্র আমিনা আল-তাওয়েল বলেন, তাদের কিছু প্রধান দাবি-দাওয়া আছে এবং তা অর্জিত না হওয়া পর্যন্ত অনশন ভাঙবেন না। অধিকার অর্জনে বন্দিদের একমাত্র উপায় হিসেবে অনশনকেই বেছে নিয়েছেন তারা। তবে এটি একটি বিপজ্জনক ও গুরুতর সিদ্ধান্ত। জেরুজালেমভিত্তিক কারাবন্দিদের অধিকারবিষয়ক সংগঠন আদামির জানিয়েছে, বর্তমানে ইসরায়েলের কারাগারগুলোয় সাড়ে ছয় হাজার ফিলিস্তিনি বন্দি আছে। এদের মধ্যে ৫০০ জন প্রশাসনিক বন্দি রয়েছেন। বন্দিদের দাবির মধ্যে রয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ দেয়া, মাসে দুবার পরিবারের সদস্যদের দেখা করার সুযোগ পুনর্বহাল করা, সাক্ষাতের সময় বাড়ানো এবং পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তুলতে দেয়া। আল জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ