Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্রিটেনে পৌঁছেছে পঞ্চম প্রজন্মের মার্কিন যুদ্ধবিমান

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটেনে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ-৩৫এ। গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের পক্ষ থেকে এ বিমান ইউরোপে পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। এর মধ্যদিয়ে রাশিয়ার বিপরীতে ইউরোপে মার্কিন সামরিক সক্ষমতা আরো জোরদার হবে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের উটাহ সামরিক বিমান ঘাঁটি থেকে যাত্রা করে বেশ কয়েকটি এফ-৩৫এ বিমান ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্স লেকেনহেথ বিমান ঘাঁটিতে অবতরণ করে গত শনিবার। সর্বাধুনিক এ বিমানগুলো দেশটিতে কয়েক সপ্তাহ অবস্থান করবে। এ সময় মার্কিন বিমান বাহিনীর ক্রুদের পাশাপাশি সামরিক জোট ন্যাটোর মিত্রদের প্রশিক্ষণে সহায়তা করবে এফ-৩৫এ। ইউরোপে মাকিন বিমান বাহিনীর কমান্ডার জেনারেল টড ডি অল্টার্স এক বিবৃতিতে বলেন, ন্যাটোভুক্ত দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষায় এফ-৩৫এ বিমান গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। যেকোন হুমকি মোকাবেলা করতে ন্যাটো জোটের প্রশিক্ষণে ব্যবহৃত হবে এ বিমান। গত ১৪ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইউরোপে এফ-৩৫এ মোতায়েনের কথা আনুষ্ঠানিকভাবে জানায় পেন্টাগন। তবে ইউরোপের কোন দেশে এ বিমান পাঠানো হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। এখন যানা গেল, শুরুতে মিত্র দেশ ব্রিটেনে পাঠানো হল বেশ কয়েকটি এফ-৩৫এ। প্রসঙ্গত, মার্কিন বিমানবাহিনী ও নৌবাহিনী ছাড়াও অস্ট্রেলিয়ো, ব্রিটেন, নরওয়ে, ইতালি, নেদারল্যান্ডস এবং ইসরাইল এ অত্যাধুনিক যুদ্ধবিমানটি ব্যবহার করে থাকে। ইতোমধ্যে ব্যয়বহুল এ বিমানটি কিনতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে স্পেন, বেলজিয়োম এবং সুইজারল্যান্ড। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ