Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এরদোগানকে ট্রাম্পের অভিনন্দন ফোনালাপ

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে বিজয়ী হওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের প্রতি অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার ফোন করে তুর্কি নেতাকে অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা। দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও গৃহযুদ্ধপীড়িত সিরিয়ার বিদ্যমান অবস্থা নিয়ে আলোচনা করেন দুই নেতা। বিশেষ করে চলতি বছরের ৪ এপ্রিল ইদলিব প্রদেশের খান শেইখুন শহরে আসাদ বাহিনীর রাসায়নিক হামলায় শখানেক বেসামরিক নাগরিকের প্রাণহানির ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেন। রাসায়নিক হামলার প্রতিক্রিয়ায় সিরিয়ায় আসাদ বাহিনীর বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সমর্থন দেয়ায় তুরস্কের প্রতি ধন্যবাদ জানান ট্রাম্প। এছাড়া, আইএস-সহ সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াইয়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন দুই নেতা। তুরস্কে অনুষ্ঠিত গণভোটে প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থার প্রতি রায় দিয়েছেন ৫১ দশমিক ৪১ শতাংশ মানুষ। বিপরীতে এর বিরুদ্ধে নিজেদের অবস্থানের জানান দিয়েছেন ৪৮ দশমিক ৫৯ শতাংশ ভোটার। এই ফলের মধ্য দিয়ে সামান্য ব্যবধানে জয় পেয়েছে প্রেসিডেন্ট শাসিত সরকারের পক্ষপাতী তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি)। সহজ ভাষায় বলতে গেলে, ক্ষমতা বেড়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান-এর। উল্লেখ্য, তুরস্কে অনুষ্ঠিত গণভোটে প্রেসিডেন্ট এরদোগানের বিজয়ে ইউরোপের প্রধান দেশগুলো নাখোশ হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অভিনন্দন এরদোগানের পক্ষে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকররা। বিবিসি, রয়টার্স।



 

Show all comments
  • আহা ২০ এপ্রিল, ২০১৭, ৪:৪৯ পিএম says : 0
    এত সহজ ভাষায় টেম্পুর সাথে মুসলমানদের বর্তমান নেতে এরদোয়ান বসের কথা বলা ঠিক হয় নাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ