Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে জ্যেষ্ঠ তালেবান নেতার আত্মসমর্পণ

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের জ্যেষ্ঠ তালেবান নেতা এহসানুল্লাহ এহসান নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। স্থানীয় সময় গত সোমবার রাওয়ালপিন্ডিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পাক সেনাবাহিনীর মুখপাত্র আসিফ গফুর। তিনি বলেন, পাকিস্তান সরকারের উদ্যোগ ও মার্কিন ড্রোন হামলা এদেশে তালেবান দমনে কার্যকর ভূমিকা রাখছে। এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। জ্যেষ্ঠ তালেবান নেতা এহসানুল্লাহ এহসান আত্মসমর্পণ করেছেন।’ তবে এহসানের আত্মসমর্পনের বিষয়ে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করেননি। পাকিস্তান থেকে তালেবানসহ সব জঙ্গিদের দমনের বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও তিনি মন্তব্য করেন। এহসানুল্লাহ এহসান পাকিস্তানে তালেবানের একাংশ জামাত-উর-আহরারের (জেইউএ) জ্যেষ্ঠ নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি এ গ্রুপের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করতেন। এ গ্রুপটি তেহরিক-ই-তালেবানের (টিটিপি) হয়ে কাজ করত। গোপন জায়গায় অবস্থান করেও গণমাধ্যমে এহসানের সরব উপস্থিতি ছিল। ডন, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ