Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন নৌবহরে নজরদারি করবে চীন ও রাশিয়ার গোয়েন্দা জাহাজ

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কোরিয়া উপদ্বীপে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনের ওপর নজরদারি করতে রাশিয়া ও চীন গোয়েন্দা জাহাজ পাঠিয়েছে। জাপানের বৃহত্তম দৈনিক ইয়ুমিউরি শিম্বুন গত সোমবার এ কথা জানিয়েছে। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ঘিরে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা তুঙ্গে উঠেছে। উত্তর কোরিয়াকে ঘিরে সংকট এড়াতে চীন গত সপ্তাহে রাশিয়ার সাহায্য চায় বলে ইয়ুমিউরি শিম্বুনের খবরে বলা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নৌবাহিনীর একটি স্ট্রাইক গ্রæপকে কোরিয়া উপদ্বীপে পাঠিয়েছেন। বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন এ গ্রæপটির নেতৃত্ব দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এ স্ট্রাইক গ্রæপকে নৌবহর বলে অভিহিত করেছেন। এ বহরের সঙ্গে রণতরীর চেয়ে শক্তিশালী একাধিক ডুবোজাহাজ পাঠানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। ‘জাপান সরকারের বেশ কয়েকটি সূত্রের বরাতে পত্রিকাটি জানিয়েছে, কার্ল ভিনসনকে তাড়া করতে চীন ও রাশিয়া নিজেদের নৌবাহিনীর নজরদারি জাহাজ পাঠিয়েছে। এ খবরকে উদ্ধৃত করে সহযোগী দৈনিক দ্য জাপান নিউজ বলেছে, চীন ও রাশিয়ার জাহাজগুলো ওই এলাকায় নৌ ও আকাশসীমায় সতর্কীকরণ ও নজরদারি কার্যক্রম জোরদার করেছে। এদিকে চীনের ট্যুর অপারেটররা উত্তর কোরিয়াগামী প্যাকেজ বিক্রি বন্ধ করেছে। স্বাভাবিক অবস্থায় উত্তর কোরিয়ায় বিপুলসংখ্যক চীনা পর্যটক সমাগম হয়ে থাকে। চীনা পর্যটন ওয়েবসাইট লুমামা ও সিট্রিপ গত বছরের শেষ থেকেই উত্তর কোরিয়ায় গ্রæপ ট্যুর আয়োজন বন্ধ রেখেছে। উত্তর কোরিয়াগামী প্যাকেজ কখন বিক্রি শুরু হবে, সে সম্পর্কে সিট্রিপ কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছে। চীনা সংবাদমাধ্যম দ্যপেপারডটসিএন ট্রাভেল এজেন্টদের উদ্ধৃত করে বলেছে, কর্তৃপক্ষের আদেশক্রমেই উত্তর কোরিয়া অভিমুখী প্যাকেজ ট্যুর বিক্রি বন্ধ করতে হয়েছে। যাত্রীসংখ্যা কমতে থাকায় চীনের রাষ্ট্রায়ত্ত এয়ারলাইনস এয়ার চায়না বেইজিং থেকে পিয়ংইয়ংগামী ফ্লাইট বন্ধ করে দিয়েছে। আকাশসেবা সংস্থাটি গত রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করেছে। তীব্র উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেষ্টা চালিয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র রোববার উৎক্ষেপণের পর পর ভেঙে পড়ে। ডেইলি টেলিগ্রাফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ