মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হে’র বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে দুর্নীতি, ঘুষ গ্রহণ ও অবৈধভাবে চাপ প্রয়োগের অভিযোগ আনা হয়েছে। গত সোমবার দেশটির সরকারি কৌঁসুলিরা এ তথ্য জানিয়েছেন। ব্যক্তিগত লাভের লক্ষ্যে বান্ধবীকে সুবিধা পাইয়ে দিতে রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব-প্রতিপত্তি ব্যবহার করেছেন- এমন অভিযোগে গত বছরের শেষ দিকে পার্কের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। গত ডিসেম্বরে পার্ককে অভিশংসনের পক্ষে রায় দেয় পার্লামেন্ট। মার্চে দেশটির সাংবিধানিক আদালত ওই রায় বহাল রাখে। ৩০ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, পার্কের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া পঞ্চম বৃহত্তম কোম্পানি লোটির কাছ থেকে সাত বিলিয়ন উন (কোরিয়ার মুদ্রা) ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। এছাড়া স্যামসাং লিয়কে কোম্পানির পরবর্তী উত্তরাধিকারি হওয়ার ব্যাপারে সহযোগিতা করতে ২৯ দশমিক ৮ বিলিয়ন উন ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।