Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরবনে বাঘের আক্রমণে নিহত ১

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মাহমুদা নদী সংলগ্ন এলাকায় বাঘের আক্রমণে রুহুল আমিন শেখ (৩৫) নামের এক মৌয়াল নিহত হয়েছেন। এ সময় বাঘের মুখ থেকে ভাইয়ের লাশ উদ্ধার করতে যেয়ে হোসেন শেখ নামের অপর এক মৌয়াল আহত হয়েছেন। নিহত ও আহত দুই সহোদর শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা গ্রামের আব্দুল মালেক শেখের ছেলে। গতকাল সোমবার ভোর রাতে সুন্দরবনের মাহমুদা নদী সংলগ্ন ডিঙ্গিমারী খাল নামক স্থানে এ ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে নিহত ও আহত দুই ভাইকে উদ্ধার করেছেন বনবিভাগের সদস্যরা।
শ্যামনগরের গাবুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুল আলম জানান, আমিন ও হোসেন দুই ভাই বুড়িগোলিনি ফরেস্ট অফিস থেকে বৈধ পাশ নিয়ে সুন্দর বনে মধু আহরণের জন্য যায়। এরপর সোমবার ভোর রাতে মাহমুদা নদী সংলগ্ন ডিঙ্গিমারী খাল নামক স্থানে মুধু আহরণের সময় রুহুল আমিন শেখকে বাঘে আক্রমণ করে সুন্দরবনের গহীনে নিয়ে যায়। ভাইয়ের লাশ উদ্ধার করতে গিয়ে হোসেন শেখও আহত হয়। পরে বনবিভাগ ও জেলে-মৌয়ালরা একত্রিত হয়ে রুহুল আমিনের লাশ ও তার ভাই হোসেন শেখকে আহত অবস্থায় উদ্ধার করেন। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক মাকসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সাতক্ষীরায় সবিতা রানি মন্ডল (৫৫) নামের এক গৃহবধূ’র ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। গতকাল সোমবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামে একটি গাছ থেকে সদর থানা পুলিশ তার দেহ উদ্ধার করেন। সবিতা রানি ওই গ্রামের মৃত কালিপদ মন্ডলের স্ত্রী।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক রইস উদ্দিন জানান, বাড়ির পাশে একটি গাছ থেকে গলায় রশি অবস্থায় সবিতা রানীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্টের পর এবিষয়ে সঠিক জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুন্দরবন

১৫ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ