প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লাকে বিশেষ সম্মানে ভূষিত করা হবে। রাউন্ড দ্য ক্লক ও একটি অনলাইন পত্রিকা কর্তৃক আয়োজিত ‘সেরা নারী ও বাংলাদেশ’ শিরোনামে আয়োজিতব্য অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হবে। সঙ্গীতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ এই সম্মান দেয়ার আয়োজন করা হয়েছে। তাকে উত্তরীয়, ক্রেস্ট ও সম্মাননাপত্র দিয়ে সম্মান জানানো হবে বলে আয়োজক সূত্রে জানা যায়। রুনা লায়লার পাশাপাশি আরও চার জনকে এই সম্মাননা দেয়া হবে। তারা হলেন সুলতানা কামাল, বিবি রাসেল, নাফিজা কামাল ও ওয়াসফিয়া নাজরিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।