বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল ব্যুরো : বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার বহরবুনিয়া গ্রামের মাছ ব্যবসায়ী জাফর জমাদ্দার হত্যা মামলায় ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামী মো. মোস্তফা হাওলাদারকে গ্রেফতার করেছে র্যাব। রায় ঘোষণার ১৩ বছর পর শনিবার রাতে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে মোস্তফাকে সকালে মোড়েলগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
মোস্তফা বহরবুনিয়া গ্রামের মৃত আসমত আলী হাওলাদারের ছেলে। ওই মামলায় ফাঁসির দন্ড ঘোষণার আগে থেকেই সে ভাঙ্গায় আত্মগোপন করেছিল। এছাড়াও মোস্তফা ২০১৩ সালে মোড়েলগঞ্জে সংগঠিত ব্যবসায়ী আফজাল খাঁ হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী এবং আইন-শৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। আফজাল খাঁ হত্যা মামলাটিও বর্তমানে আদালতে বিচারাধীন। র্যাব-৮ সূত্র জানায়, ২০০৩ সালে পূর্ব বিরোধের জের ধরে বহরবুনিয়া গ্রামের মাছ ব্যবসায়ী জাফর জমাদ্দার খুন হন। ওই হত্যাকান্ডের ঘটনায় থানায় দায়ের হওয়া মামলায় বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালত মোস্তফাকে মৃত্যুদন্ডে দন্ডিত করে। দীর্ঘ ১৩ বছর পালিয়ে বেড়ানোর পর অবশেষে প্রযুক্তি ব্যবহার করে মোস্তফাকে গ্রেফতার করেছে র্যাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।