প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : মৃত্যুর আট বছর পর চিত্রনায়ক মান্না অভিনীত নতুন একটি সিনেমা মুক্তি পাচ্ছে। জাহিদ হোসেন পরিচালিত লীলামন্থন নামের সিনেমাটি ২৫ মার্চ মুক্তি পাবে। পরিচালক জানান, ২০০৫ সালে এর দৃশ্যধারণ শুরু হয়েছিলো। ৯০ শতাংশ শেষ হওয়ার পর মান্না মৃত্যুবরণ করেন। ২০১১ সালে যাবতীয় কাজ শেষ করে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় এটি। পাঁচ বছর ধরে সেন্সর বোর্ডে আটকে ছিল সিনেমাটি। বিভিন্ন মন্ত্রণালয়, সেন্সর বোর্ড ও মুক্তিযোদ্ধা সংসদে ঘুরতে ঘুরতে কেটে গেছে পাঁচ বছর। কারণ দুটি আপত্তিকর দৃশ্য ও স্পর্শকাতর সংলাপ থাকার অভিযোগে সেন্সর বোর্ড আটকে দেয়। অবশেষে সব সংশোধন করে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটিতে অভিনয় করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগরসহ আরো অনেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।