পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
১৭ এপ্রিল ঐতিহাসিক মুবিজনগর দিবস উপলক্ষে গতকাল বিকেলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের প্রেক্ষাপট নিয়ে বিস্তরভাবে আলোচনা করেন। ভিসি তৎকালীন মুজিবনগর সরকারের দায়িত্ব পালনকৃত সরকার প্রধানদের গুরুত্ব এবং একই সাথে বর্তমান স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পিছনে তৎকালীন মুজিবনগর সরকারের ভ‚মিকার কথাও উল্লেখ করেন। তিনি গভীর শ্রদ্ধাভরে স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের অবদানের কথা স্বরণ করেন। সভায় আরো বক্তব্য দেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালকসহ অন্যান্য বক্তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।