প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : আরটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক নোয়াশাল। আকাশ রঞ্জনের রচনায় নাটকটি গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মীর সাব্বির। ইতোমধ্যে ধারাবাহিকটি দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। দর্শকের ধারাবাহিক এই সাড়ায় নোয়াশাল ৩০০ পর্ব পর্যন্ত গড়িয়েছে। গতকাল এর ৩০০ পর্ব প্রচার হয়। এটি প্রচার হচ্ছে সোম থেকে বুধবার রাত ৯টা ৫ মিনিটে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, এটিএম শামসুজ্জামান, খায়রুল আলম সবুজ, চিত্রলেখা গুহ, ডলি জহুর, আলীরাজ, মীর সাব্বির, রওনক হাসান, ফারুক আহমেদ, নাজনীন হাসান চুর্মকি, অহনা, নিশা, বিনয় ভদ্র, আমিন আজাদ, সুভাশীষ ভৌমিক, বাদল, হায়দার, দেব মিঠুসহ আরো অনেকে। ধারাবাহিকটির গল্প আবর্তিত হয়েছে মোহনপুর গ্রামের দুই প্রভাবশালী ব্যক্তিকে নিয়ে। একজনের নাম শাহাবুদ্দিন আরেক জনের নাম কুব্বত আলী। একজন ইটের ব্যবসায়ী, অন্যজন বালুর ব্যবসায়ী। একজনের বাড়ী বরিশাল অন্য জনের বাড়ী নোয়াখালী। শাহাবুদ্দিনের এক ছেলে এক মেয়ে ও কুব্বত আলীর এক ছেলে এক মেয়ে। পাশাপাশি তারা বসবাস করে। দুই পরিবারের মিলমহাব্বত যেমন আছে তেমনি খুনসুটিও আছে। এই দুই পরিবার নিয়ে এলাকাবাসীর মধ্যে এক ধরনের আকর্ষণ রয়েছে। কারণ দুই পরিবারের ঝগড়াঝাটি এলাকাবাসীর মধ্যে এক ধরনের হাস্যরস তৈরি করে। বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনায় এই দুই পরিবার উত্তোজিত হয়ে ঝগড়া করে আবার মিলেও যায়। নোয়াখালী এবং বরিশাল এলাকার বাসিন্দা হওয়ার কারণের তারা এলাকায় অত্যধিক জনপ্রিয়। কেউ কেউ এই দুই পরিবারকে মিল করে ডাকে নোয়াশাল পরিবার। মূলত এই দুই পরিবারের হাসি, কান্না, সুখ-দুঃখ, আনন্দ বেদনা এবং ঝগড়া ঝাটির মাধ্যমে পুরো বাংলাদেশকে দেখানোর চেষ্টা করা হয়েছে। নোয়াশাল শুধু নামে নয় নোয়াশাল পুরো বাংলাদেশেরই প্রতিচ্ছবি। মীর সাব্বির বলেন, ‘যতই দিন যাচ্ছে নোয়াশাল ততই দর্শকপ্রিয় হচ্ছে এবং আমার ভয়ও বেড়ে যাচ্ছে। কারণ দর্শককে ভবিষ্যতে আরো ভালো নাটক উপহার দিতে হবে। নোয়াশাল হয়তো শেষ হয়ে যাবে। তবে আমি চেষ্টা করবো দর্শকদের এমন আরেকটি নাটক উপহার দিতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।