Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ফুল দেয়নি বার কাউন্সিল আইনজীবীদের ক্ষোভ

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ দেশের সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেও শ্রদ্ধা জানায়নি বাংলাদেশ বার কাউন্সিল। এ নিয়ে প্রশ্ন উঠেছে বার কাউন্সিলের নির্বাচিত আইনজীবী ও কর্মকর্তাদের মধ্যে। ক্ষোভ প্রকাশ করেছেন সরকার সমর্থিত আইনজীবীরাও। বার কাউন্সিলের নেতৃত্বে রয়েছে সরকার সমর্থক আইনজীবীরা।
১৪ সদস্যের মধ্যে ১১ জনই আওয়ামী লীগ সমর্থক আইনজীবী। এ বিষয়ে বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে লিখিত অভিযোগ দায়ে করা হয়েছে। গতকাল (সোমবার) অ্যাটর্নি জেনারেল এ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, প্রতি বছর স্বাধীনতা দিবসে বার কাউন্সিল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেও এ বছরই প্রথম শ্রদ্ধা জানাতে যাওয়া হয়নি। এ বিষয়ে পাওয়া অভিযোগ বার কাউন্সিলে নির্বাহী কমিটির সভায় উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালন না করার সিদ্ধান্ত বাতিল করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার দাবি করে বার কাউন্সিল ফিন্যান্স কমিটির চেয়ারম্যান শ ম রেজাউল করিম লিখিত অভিযোগে বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাবার তথা স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের কর্মসূচি বাতিল করার ঔদ্ধত্য অত্যন্ত গুরুতর বিষয়। এটি সরকারি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবমাননার শামিল।
বার কাউন্সিলের এ নেতা বলেন, বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সর্বোচ্চ সংস্থা। রাষ্ট্রের সকল জাতীয় দিবস উদযাপন করে থাকে যথাযথ মর্যাদার সঙ্গে। ২০১৭ সালের ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ দিবস উদযাপনে বার কাউন্সিলের সচিব মো. আনিসুর রহমান কর্তৃক ২৩ মার্চ অফিস আদেশ জারি করা হয়। তিনি বলেন, বার কাউন্সিলের একজন নির্বাচিত সদস্য হিসেবে আমি উক্ত দিবস পালনের উদ্দেশ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাই। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও বার কাউন্সিলের কোন কর্মকর্তা-কর্মচারীকে না পেয়ে টেলিফোনে যোগাযোগ করি।
টেলিফোনে বার কাউন্সিলের কর্মকর্তা নাজমুল আহসান জানান, তাকে প্রশাসন বিভাগ থেকে জানানো হয়েছে এ কর্মসূচি বাতিল করা হয়েছে। খবরটি শুনে আমার কাছে বিষয়টি বিস্ময়কর মনে হয়েছে। পরে বার কাউন্সিলের সচিব মো. আনিসুর রহমানকে টেলিফোন করে জানতে পারি যে, তিনি কর্মসূচি বাতিল করা সংক্রান্ত বিষয় অবহিত নন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাধীনতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ