Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্ধুর বালিকা’য় তারা তিনজন

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো ছোট পর্দার তিন অভিনেতা-অভিনেত্রী নাঈম, মেহজাবিন ও ইরফান সাজ্জাদ একসঙ্গে অভিনয় করছেন ‘বন্ধুর বালিকা’ শিরোনামের একক নাটকে। আসিফ ইকবাল জুয়েলের রচনা ও পরিচালনায় ‘বন্ধুর বালিকা’ ঈদে প্রচারের জন্য নির্মাণ হচ্ছে বলে পরিচালক জানিয়েছেন। ক্যাম্পাস জীবনের বন্ধুত্ব, প্রেম ও ভুল বোঝাবুঝি নিয়ে নাটকটির গল্প রচিত হয়েছে। যেখানে এক যুবক এক সময়ের পছন্দের মানুষটিকে বর্তমান সময়ের সবচেয়ে কাছের বন্ধুর গার্লফ্রেন্ড হিসেবে খুঁজে পায়। যখন পুরনো দিনের কথা বন্ধু জানতে পারে, তাদেরকে ভুল বোঝে। গল্পে নতুন মোড় নেয়। নির্মাতা জুয়েল জানান, এই সপ্তাহেই নাটকটির শুটিং হবে উত্তরার মন্দিরা হাউজ, দিয়াবাড়ি ও ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে। তিনি বলেন, ‘এর আগে আমার পাঁচটি নাটকে অভিনয় করেছেন নাঈম। তবে প্রথমবারের মতো আমার পরিচালনায় অভিনয় করবেন মেহজাবিন ও ইরফান সাজ্জাদ। আরো থাকবেন আব্দুল্লাহ রানা, ইকরামসহ কয়েকজন। আশা করছি ভালো একটি নাটক দর্শকদের উপহার দিতে পারব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্ধু

৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ