প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী শিনা বাজাজকে ‘সাবিত্রী দেবী কলেজ অ্যান্ড হসপিটাল’ সিরিয়ালে একজন ডাক্তারের ভূমিকায় দেখা যাবে আগামীতে। এটি একটি অন্যতম প্রধান চরিত্র বলে জানা গেছে। শিনাকে সর্বশেষ দেখা গেছে, সাব টিভি চ্যানেলের ‘খাটমাল এ ইশক’ কমেডি সিরিজে; এতে তিনি কেন্দ্রীয় নারী ভূমিকায় অভিনয় করতেন।
কালার্স টিভির আসন্ন ‘সাবিত্রী দেবী কলেজ অ্যান্ড হসপিটাল’ সিরিয়ালটি নিয়ে এরই মধ্যে ব্যাপক আলোচনা চলছে। সিরিয়ালটির প্রোমো প্রদর্শিত হওয়ার পর থেকে দর্শকরা এটির জন্য আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে। এটি একটি মেডিক্যাল কলেজের চিকিৎসক, শিক্ষক আর ছাত্রদের গল্প।
শিনা এই সিরিয়ালে এমন এক সুন্দরী চিকিৎসকের ভূমিকায় অভিনয় করবেন সবাই যার প্রেমে পড়ে যায়। ভারতীয় টিভিতে এটিই যে চিকিৎসকদের নিয়ে প্রথম সিরিয়াল তা নয়, তবে জানা গেছে বিভিন্ন নাটকীয়তার মধ্য দিয়ে এতে চিকিৎসকদের পরস্পরের মধ্যে এবং তাদের শিক্ষার্থীদের সঙ্গে তাদের সম্পর্ক নতুন করে আবিষ্কারের চেষ্টা করা হবে। শাশুড়ি-বৌমা আর প্রচলিত ফ্যামিলি ড্রামা থেকে দর্শকদের অন্য কিছু দেয়ার আশ্বাস দিয়েছে নির্মাতারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।