Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিছিয়ে পড়া মুসলিমদের সাথে নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন মোদি

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত রোববার ভুবনেশ্বরের জাতীয় কর্মসমিতির এক জনসভায় শেষ দিনে মুসলমানদের পাশে টানার বার্তা দিলেন। তিন তালাকের প্রসঙ্গ তুলে মুসলিম মহিলাদের প্রতি সুবিচারের কথা জানালেন। তিনি বলেন, নতুন ভারতের স্বপ্নে পিছিয়ে পড়া মুসলিমদেরও সঙ্গে নিয়ে সামাজিক ন্যায়বিচার দিতে হবে। অনগ্রসর শ্রেণির জন্য সাংবিধানিক মর্যাদাপ্রাপ্ত জাতীয় কমিশন তৈরির জন্য লোকসভায় বিল পাস করিয়েছে মোদি সরকার। অবশ্য তা আটকে গিয়েছে রাজ্যসভায়। মোদি বলেন, মুসলিমদের পিছিয়ে পড়া অংশকেও এতে টানতে হবে। এতে সুবিধাভোগী তারাও হবে। বক্তৃতায় তিন তালাকের প্রসঙ্গ টেনে মুসলিম ‘বোন’দের পাশে দাঁড়ানোর কথা বললেন। মোদির বক্তব্য ছিল, শোষণের বিরুদ্ধে মুসলিম মহিলাদের সজাগ করাই তার উদ্দেশ্য। বিজেপি সূত্রের দাবি, উত্তরপ্রদেশে বিপুল জয়ের পর গোটা দেশে প্রভাব বাড়াতে চাইছেন মোদি। সে জন্য তার বক্তৃতায় প্রাধান্য পেয়েছে সামাজিক, আর্থিক, শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া মুসলামান ও অন্যান্য শ্রেণির স্বার্থ। মোদি বলেন, কাজ করতে হবে গরিব মুসলমানদের উন্নতির কথা মাথায় রেখে। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ