Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শ্রীলঙ্কায় ময়লার স্তূপ ধসে নিহত ২৬

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় ময়লার স্তূপ ধসে শিশুসহ ২৬ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় এখনো ২০ জন আটকা পড়ে থাকতে পারে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। সোমবার দেশটির সেনবাহিনীর মেজর জেনারেল সুদান্ত রানাসিংহে বলেন, কর্তৃপক্ষ জানার চেষ্টা করছে ঠিক কতজন আটকা পড়ে থাকতে পারেন। স্থানীয় আইনজীবী ও মানবাধিকার কর্মী নুয়ান বোপাগে জানান, অন্তত ২০ জন নিচে আটকা পড়ে আছেন। সামরিক মুখপাত্র রোশান সেনেভিরাতনে জানান, এখন পর্যন্ত ২৬ জন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। দেশটিতে একটি ঐতিহ্যবাহী উৎসব চলাকালে তিনশ’ ফুট উঁচু আবর্জনার স্তূপটি শুক্রবার রাতে পার্শ্ববর্তী প্রায় ৪০টি বাড়িঘরের ওপর ধসে পড়ে। এতে ২০ জনের মতো মানুষ আবর্জনার নিচে চাপা পড়েন। রানাসিংহে জানান, ৭৮টি বাড়ি ভেঙে গেছে আর ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় শতাধিক। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২জন। স্থানটি গত কয়েক বছর ধরে ময়লা ফেলার জন্য ব্যবহার করা হচ্ছিল। বেশ কয়েকবার এর প্রতিবাদও জানান স্থানয়ীরা। মানবাধিকার কর্মীরা জানিয়েছিলেন, এতে করে স্থানীয়রা স্বাস্থ্যঝুঁকিতেও ছিলেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ