Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীন-নেপাল প্রথম যৌথ সামরিক মহড়া শুরু

আধিপত্য বিস্তারের প্রতিদ্ব›দ্বী ভারতের উৎকণ্ঠা বাড়বে

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীন ও নেপাল প্রথমবারের মত যৌথ সামরিক মহড়া শুরু করেছে। আঞ্চলিক আধিপত্য বিস্তারে বেইজিংয়ের এই উদ্যোগ ভারতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। বেইজিং ও দিল্লি উভয়ই এশিয়ায় ক্ষমতা বিস্তারের চেষ্টা করছে। আর বৃহৎ এবং ক্ষমতাশালী দুই প্রতিবেশীর মাঝখানে পড়া দরিদ্র দেশ নেপালের গত কয়েক বছর ধরে পিংপং বলের মত অবস্থা।
‘সাগরমাতা ফ্রেন্ডশিপ ২০১৭’ শিরোনামে ১০ দিনের এই সামরিক মহড়া গত রোববার শুরু হয়েছে। নেপালের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, মহড়ায় সন্ত্রাস দমন বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ভারত এ সামরিক মহড়া গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করবে বলেই ধারণা করা হচ্ছে। চারপাশ ভূমি দিয়ে ঘেরা নেপালকে ভারতের উপর অনেকাংশে নির্ভর করতে হয়। ভারত থেকেই বেশিরভাগ পণ্য আমদানি করে নেপাল।
চীনে নেপালের সাবেক রাষ্ট্রদূত থানকা কারকি বলেন, নেপাল ও চীনের মধ্যে বহুমুখী সম্পর্ক বিদ্যমান। যৌথ সামরিক মহড়া ওই সম্পর্ককে আরও শক্তিশালী করবে। গতমাসে চীনের প্রতিরক্ষামন্ত্রী চ্যাং ওয়ানকুয়ান নেপাল সফর করেন। গত ১৫ বছরের মধ্যে ওই প্রথম চীনের কোনও প্রতিরক্ষামন্ত্রীর নেপাল সফর। ওই সফরেই যৌথ সামরিক মহড়ার বিষয়ে দুই দেশ একমত হয়। নেপালের বর্তমান মাওবাদী সরকার দিল্লির সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে। ওদিকে, চীন অবকাঠামোগত উন্নয়নে নেপালকে বড় ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ