Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাঠের তৈরি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ায় সামরিক কুচকাওয়াজে দেশটির সরকার কাঠের তৈরি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে বলে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল। বিবিসি’র প্রকাশিত কুজকাওয়াজের ভিডিও বিশ্লেষণ করে ডেইলি মেইল দাবি করেছে, ‘বিশ্লেষণে দেখা যাচ্ছে কুজকাওয়াজে প্রদর্শনীতে ক্ষেপণাস্ত্রগুলো নকল। খুব সম্ভবত এগুলো কাঠের তৈরি। এছাড়া, অস্ত্রগুলোর আকার-আকৃতি দেখলেই সহজেই বোঝা যায় যে এগুলো নকল। আসল ক্ষেপণাস্ত্রের অগ্রমুখ কখনোই বাঁকা থাকে না। কিন্তু ফুটেজে দেখা যাচ্ছে, ক্ষেপণাস্ত্রের সামনের অংশ বাঁকা। এদিকে, বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনা ঝড় উঠেছে। এ নিয়ে হাসাহাসিও করছেন অনেকে। টুইটারে টনি কুইনটাস নামের একজন লিখেছেন, বিবিসির ফুটেজ দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে ওগুলো নকল ছিল। ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ