Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এস-৩০০ ক্ষেপণাস্ত্র কিনবে সার্বিয়া

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিচ বলেছেন, তার দেশ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ কেনার জন্য রাশিয়া ও বেলারুশের সঙ্গে আলোচনা শুরু করেছে। তিনি গত রোববার বেলগ্রেডে সাংবাদিকদের বলেছেন, সার্বিয়ার আকাশসীমা রক্ষার জন্য তার দেশের দুই ডিভিশন এস-৩০০ প্রয়োজন। সেইসঙ্গে একটি কমান্ড পোস্টও কিনতে চান তিনি। প্রেসিডেন্ট ভুসিচ বলেন, এ বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশিঙ্কোর সঙ্গে কথা বলেছেন। এর আগে চলতি বছরের গোড়ার দিকে সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী জোরান দিওরদিয়েভিচ বলেছিলেন, তার দেশ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ কিনতে চায়। সার্বিয়ার প্রেসিডেন্ট আরো জানিয়েছেন, রাশিয়ার কাছ থেকে ছয়টি ‘মিগ-২৯’ জঙ্গিবিমান, ৩০টি ‘টি-৭২’ ট্যাংক এবং ৩০টি ‘বিআরডিএম-২’ সাঁজোয়া যান কেনার জন্য এরইমধ্যে মস্কোর সঙ্গে চুক্তি করেছে তার দেশ। এর আগে চলতি সপ্তাহের গোড়ার দিকে খবর বেরিয়েছিল, ক্রোয়েশিয়ার ওপর ১৯৯০ সালে জাতিসংঘের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে দেশটি রাশিয়ার কাছ থেকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে। সার্ব প্রেসিডেন্ট ভুসিচ এ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তার কাছে এ ধরনের কোনো তথ্য নেই। এটি এত বড় একটি খবর যে, তা সত্য হলে একদিন প্রকাশ পাবেই বলে তিনি মন্তব্য করেন। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ