Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলে গেলেন বিশ্বের প্রবীণতম নারী

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী এমা মোরানো ১১৭ বছর বয়সে ইতালিতে মারা গেছেন। গত শনিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এমা মোরানোর চিকিৎসক কারলো বাভা জানিয়েছেন, এমার বাসার গৃহকর্মী তাকে ফোন করে কেবল এতটুকু জানিয়েছেন যে, শনিবার বিকেলে ভারবানিয়াতে নিজের আরাম চেয়ারে বসা অবস্থায় এমা মারা গেছেন। ১৮৯৯ সালের ২৯ নভেম্বর ইতালির পিডমন্ট অঞ্চলে জন্মগ্রহণ করেন এমা মোরানো। নথিপত্র অনুযায়ী ১৮০০ সালের ঘরে জন্ম নেয়া জীবিত মানুষদের মধ্যে তিনিই ছিলেন শেষ ব্যক্তি। এমা ছিলেন আট ভাই-বোনের মধ্যে সবার বড়। এদের সবাই তার আগেই মারা গেছেন। দীর্ঘায়ুর কারণ হিসেবে নিজের জিনগত বৈশিষ্ট্য এবং দিনে তিনটি ডিম খাওয়ার অভ্যাসের কথা বলেছিলেন এমা। তিনটি ডিমের মধ্যে দুটিই তিনি কাঁচা খেতেন। এমা জীবদ্দশায় শুধু তিনটি শতক দেখেছেন তাই নয়, নির্যাতনমূলক বৈবাহিক সম্পর্ক থেকে তিনি বেরিয়ে এসেছেন, তার একমাত্র শিশুপুত্রকেও হারাতে হয়েছে, দুটি বিশ্বযুদ্ধ তিনি দেখেছেন এবং ৯০ বার ইতালির সরকার পরিবর্তন দেখেছেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ