Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমপি হিসেবে শপথ নিলেন সুরঞ্জিত পত্নী জয়া

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এমপি হিসেবে শপথ নিলেন আওয়ামী লীগের প্রয়াত নেতা সুনামগঞ্জ-২ আসনের এমপি সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত। গতকাল জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তাঁর কার্যালয়ে নবনির্বাচিত এই এমপিকে শপথ বাক্য পাঠ করান।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদারের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, এস এম আবুল কালাম আজাদ এমপি এবং পংকজ নাথ এমপি। সুরঞ্জিত সেন গুপ্তের নির্বাচনী এলাকার নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন। সত্তরের প্রাদেশিক পরিষদে অন্যতম কনিষ্ঠ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত গত ৫ ফেব্রুয়ারি ভোর রাতে পরলোক গমন করেন। ষাটের দশকের উত্তাল রাজনীতি থেকে উঠে আসা বামপন্থী এই নেতা রক্তে হিমোগ্লোবিন স্বল্পতাজনিত অসুস্থতায় ভুগছিলেন। তার মৃত্যুতে আসনটি শূন্য হলে উপনির্বাচনের আয়োজন করে ইসি। ওই নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে এমপি হন তারই পত্নী জয়া সেনগুপ্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমপি

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ