Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিন্নধর্মী গল্প নিয়ে ধারাবাহিক চির কুমারী ক্লাব

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ভিন্নধর্মী গল্প নিয়ে তরুণ নাট্যনির্মাতা তারিক মুহাম্মদ হাসান নির্মাণ শুরু করেছেন তার দ্বিতীয় ধারাবাহিক নাটক ‘চির কুমারী ক্লাব’। এতে ছয়টি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করছেন নওশীন, মৌটুসী, নাজিরা মৌ, নাদিয়া খানম, নাইরুজ সিফাত এবং মুনিয়া। রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর এবং প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম। নাটকটির গল্প প্রসঙ্গে রচয়িতা আহসান আলমগীর বলেন, ‘একটি ছেলে একটি মেয়ে প্রেম করার সময় অনেক কিছু না ভেবেই প্রেম করে। কিন্তু যখন বিয়ের সময় আসে তখন পারিপার্শ্বিক নানা বিষয় চলে আসে। ফলে অনেক সময়ই অনেক ছেলে প্রেমিকার কাছ থেকে কেটে পড়ে। যে কারণে সাথীর জীবনে এমন ঘটলে সাথীর মনে পুরুষ বিদ্বেষী মনোভাব তৈরি হয়। আর তাই তার ক্লাবে যারা সদস্য হয় তারা কখনোই প্রেম করতে পারবে না।’ নাটকে চিরকুমারী ক্লাবের সভাপতি সাথী চরিত্রে অভিনয় করছেন নওশীন। তার তত্ত্বাবধানেই বাকী পাঁচজন মেয়ে ক্লাবে পরিচালিত হয়ে থাকেন। যে কারণে সাথীর আদেশেই তাদেরকে চলতে হয়। চরিত্রটিতে অভিনয় প্রসঙ্গে নওশীন বলেন, ‘অভিনয়ের পথচলায় তো অনেক নাটকেই অভিনয় করেছি। কিন্তু এমন ভিন্ন ধরনের গল্পে কাজ করা হয়ে উঠেনি। আমি নাটকে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেছি। বেশ উপভোগ করছি চরিত্রটি।’ এতে বন্যা চরিত্রে অভিনয় করছেন মৌটুসী। মৌটুসী বলেন, ‘যেহেতু এখানে আমাদের ছয়জনকে নিয়েই নাটকের মূল গল্প। তাই আমি আমার অভিনয় এবং গেটআপ দিয়ে ভিন্নতা আনার চেষ্টা করছি। আমার চরিত্রটিতে আমি গভীরভাবে মনোযোগ দিয়েই আমাকে আলাদাভাবে বের করে আনার চেষ্টা করছি।’ নাটকে রচনা চরিত্রে নাজিরা মৌ অভিনয় করছেন। মৌ বলেন, ‘গল্পটাই মূলত আমাকে আগ্রহী করেছে এতে অভিনয় করার।’ নাদিয়া খানম বলেন, ‘আমি এতে নদী চরিত্রে অভিনয় করছি। আমরা সবাই কাজটা বেশ আন্তরিকতা নিয়ে করছি।’ নাইরুজ সিফাত বলেন, ‘যেহেতু মাত্র একদিন শুটিং করেছি আমি, তাই খুব বেশি কিছু না বলতে পারলেও এটা বলতে বাধ্য হচ্ছি যে, নাটকের স্ক্রিপ্টটা অসাধারণ। তারিক ভাইয়ের নির্দেশনায় কাজ করে তৃপ্ত আমি।’ তারিক মুহাম্মদ হাসান জানান, শিগগিরই ধারাবাহিক এ নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ