মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের ক্ষমতার ব্যাপ্তি বাড়ানোর বিষয়ে গতকাল রোববার দেশটিতে ভোট শুরু হয়েছে। এই গণভোটে স্থানীয় সময় সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে বলে আইটিভি জানিয়েছে। গত বছর সেনা অভ্যুত্থান চেষ্টা নস্যাৎ করে দেয়ার পর তুরস্কে সংসদীয় ব্যবস্থার পরিবর্তে প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নেয়া শুরু করেন এরদোগান। ইতোমধ্যে এই গণভোট ইস্যুতে ইউরোপের সঙ্গে তুরস্কের ক‚টনৈতিক সম্পর্কের টানপোড়েনও দেখা দিয়েছে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল গত মাসে জানিয়েছেন, এই গণভোটের পরই তারা তুরস্কের সঙ্গে ইউরোপের সম্পর্কের বিষয়টি বিবেচনা করবেন। দেশটিতে প্রায় ৫ কোটি ৫০ লাখ ভোটার রয়েছে। তারা এক লাখ ৬৭ হাজার ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। বিকাল পর্যন্ত চলেছে ভোটগ্রহণ। এই গণভোটে তুর্কিরা ‘হ্যাঁ-না’ ভোটে অংশ নিয়েছেন। যদি ‘হ্যাঁ ভোট’ জয়ী হয়, তাহলে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান পাচ্ছেন ব্যাপক ক্ষমতা। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় রীতিমতো বাতিল হয়ে যাবে। এরদোগান অবশ্য দাবি করেছেন, তুরস্কের সরকার ব্যবস্থা শক্তিশালী করতেই এই উদ্যোগ। ভোটপূর্ব জরিপে অবশ্য দেখা গেছে, সামান্য ব্যবধানে ‘হ্যা’ জয়যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বলা হয়েছে, গণভোটের ফলাফল যদি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রস্তাবিত সাংবিধানিক পরিবর্তনের পক্ষে যায় তাহলে সে দেশের শাসন পদ্ধতিতে এক মৌলিক পরিবর্তন ঘটে যাবে। সবচেয়ে বড় পরিবর্তন হবে প্রেসিডেন্ট এরদোগানের ক্ষমতার ব্যাপক বৃদ্ধি। এ জন্য তার বিরোধীরা প্রবলভাবে চেষ্টা করেছেন এটা ঠেকানোর জন্য। পার্লামেন্টে এ নিয়ে বিতর্কের সময় এমপিদের মধ্যে ধস্তাধস্তিও হয়েছে। এই সাংবিধানিক পরিবর্তনে তুরস্কের পার্লামেন্টারি পদ্ধতি বদলে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার প্রবর্তনের কথা আছে। প্রেসিডেন্ট হবেন নির্বাহী প্রধান, রাষ্ট্রপ্রধান এবং রাজনৈতিক দলের সাথেও তার সম্পর্ক বজায় থাকবে। প্রধানমন্ত্রীর ভ‚মিকা বিলুপ্ত করে দুই বা তিনজন ভাইস প্রেসিডেন্টের পদ তৈরি করা হবে। প্রেসিডেন্ট হাতে পাবেন নতুন ক্ষমতা। তিনি মন্ত্রীদের নিয়োগ দেবেন, বাজেট তৈরি করবেন, সিনিয়র বিচারপতিদের অধিকাংশকে নিয়োগও দেবেন তিনিই এবং ডিক্রি জারি করে কিছু বিষয়ে আইনও করতে পারবেন। আইটিভি, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।