Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ত্র বাণিজ্য চুক্তিতে যোগ দিচ্ছে কানাডা

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাতিসংঘের অস্ত্র বাণিজ্য-বিষয়ক একটি চুক্তিতে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা। কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রাইস্ট্রিয়া ফ্রিল্যান্ড দেশটির পার্লামেন্টে এ বিষয়ে একটি বিল উত্থাপন করেন। পররাষ্ট্রমন্ত্রী ক্রাইস্ট্রিয়া বলেন, বিলটি কানাডার বর্তমান রফতানি নিয়ন্ত্রণ ব্যবস্থাকে নির্দিষ্ট মাত্রা দেবে। এরই মধ্যে দেশটি অস্ত্র বাণিজ্য চুক্তির বেশকিছু প্রান্তিক মান পূরণ করে আসছে। বিলটি উত্থাপনের ফলে জাতিসংঘের অস্ত্র বাণিজ্য চুক্তিতে কানাডার যোগ দেয়ার পথ খুলে গেল। সা¤প্রতিক বছরগুলোয় সউদি আরবের কাছে হালকা সাঁজোয়া যান (এলএভি) বিক্রির কারণে সমালোচনার সম্মুখীন হয়েছে কানাডা। যদিও দেশটির সরকার জানিয়েছে, এলএভিগুলো বেসামরিক জনগোষ্ঠীর ওপর ব্যবহার করা হয়নি। জাতিসংঘের অস্ত্র বাণিজ্য চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর জন্য প্রচলিত অস্ত্র রফতানি নিষিদ্ধ। চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সন্ত্রাসবাদ, আন্তর্জাতিকভাবে সংঘটিত অপরাধ, লিঙ্গভিত্তিক সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন অথবা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের জন্য অস্ত্র রফতানি করতে পারবে না। একই সঙ্গে প্রচলিত অস্ত্র কালোবাজারে যাওয়া ঠেকানোর উদ্যোগ নিতে হবে দেশগুলোকে। জাতিসংঘের সাধারণ পরিষদের অনুমোদনের পর ২০১৪ সালের ডিসেম্বরে অস্ত্র বাণিজ্য চুক্তি কার্যকর হয়। ১৩০টি দেশ এ চুক্তিতে স্বাক্ষর করেছে। একই সঙ্গে ৮৩টি দেশ এতে অনুমোদন দিয়েছে। অস্ত্র বাণিজ্য চুক্তিতে যোগ দেয়া সর্বশেষ দেশ হতে যাচ্ছে কানাডা। চুক্তিতে যোগদানের প্রস্তুতির অংশ হিসেবে নিজেদের রফতানি নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করতে ১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে কানাডা। প্রতিরক্ষা শিল্পবিষয়ক প্রকাশনা আইএইচএস জেনিসের তথ্য অনুসারে, মধ্যপ্রাচ্যে অস্ত্র রফতানিকারক দেশগুলোর মধ্যে শীর্ষস্থানীয় কানাডা। বিশেষ করে সৌদি আরবে বিপুল পরিমাণ এলএভি রফতানি করে দেশটি। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ