Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিমান ছিনতাইয়ের আশঙ্কায় ভারতে ৩ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা

নিরাপত্তা বাহিনী সতর্কাবস্থায়, চলছে অভিযান

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিমান ছিনতাইয়ের হুমকির মুখে ভারতের মুম্বাই, চেন্নাই ও হায়দারাবাদের আন্তর্জাতিক বিমানবন্দর তিনটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ছিনতাই-বিরোধী পূর্ণ অভিযান চালানো হচ্ছে এবং জাতীয় নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। কর্মকর্তারা জানান, গত শনিবার এক নারী মুম্বাইয়ের এক সিনিয়র পুলিশ কর্মকর্তার কাছে একটি ই-মেইল পাঠায়। ই-মেইলে বলা হয়, ছয় ব্যক্তি একটি রেস্তোরায় বসে রোববার একযোগে তিনটি বিমানবন্দর থেকে বিমান ছিনতাইয়ের ব্যাপারে আলোচনা করছিলো বলে তিনি শুনেছেন। মুম্বাই পুলিশ এ বার্তা পেয়ে সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স-সিআইএসএফ’কে সতর্কাবস্থায় রাখে। সিআইএসএফ দেশটির বিমানবন্দরগুলোর নিরাপত্তায় নিয়োজিত। এদিকে সন্ত্রাস-বিরোধী বাহিনীর সদস্যও মোতায়েন করা হয়েছে। তারা দর্শনার্থীদের প্রবেশদ্বার ও পার্কিং এলাকায় তল্লাশি চালাচ্ছে। সিআইএসএফ তাদের ¯িœফার ডগ স্কোয়াড নিয়ে মাঠে নেমেছে। বিমানবন্দরগুলোর সব উড়োজাহাজে অতিরিক্ত তল্লাশী চালানো হচ্ছে। এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকে যাত্রীদের শেষ মুহূর্তের তল্লাশী এড়িয়ে যেতে এবং বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃক্সক্ষলা বাহিনীর সদস্যদের সহযোগিতার আহŸান জানানো হয়েছে। ২০১৫ সালের জানুয়ারি মাসে একই ধরনের এক ছিনতাই হুমকির পর থেকে সিআইএসএফ তাদের ছিনতাই-বিরোধী প্রশিক্ষণ ও তৎপরতা জোরদার করেছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ