Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ক্যান্সারের ওষুধের দাম বাড়ানোর জন্য মজুদ ধ্বংসের চক্রান্ত

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বাজারে ক্যান্সারের ওষুধের দাম ৪০ গুণ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করেছিল বিশ্বের অন্যতম ওষুধ কোম্পানি আসপেন। এই লক্ষ্যে ক্যান্সারের ওষুধের মজুদ ধ্বংস করার চক্রান্ত করেছিল কোম্পানিটি। স¤প্রতি দ্য টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ফার্মাসিটিক্যাল জায়ান্ট আসপেনের এক কর্মচারীর ফাঁস হওয়া ই-মেইল থেকে জানা গেছে, ক্যান্সারের ওষুধের মূল্যবৃদ্ধির পর কোম্পানির পক্ষ থেকে কর্মচারীদের উৎসব করার আহŸান জানানো হয়। গণমাধ্যমের তথ্য অনুসারে, ২০১৩ সালে বুসুলফান নামের কেমোথেরাপির ওষুধের এক প্যাকের মূল্য ইংল্যান্ড ও ওয়েলসে ৫ দশমিক ২০ থেকে বেড়ে ৬৫ দশমিক ২২ পাউন্ডে দাঁড়িয়েছে। লিউকোমিয়ার চিকিৎসায় এ ওষুধ ব্যবহার করা হয়। এছাড়া লিউকোমিয়া রোগের ওষুধ লিউকেরামসহ অন্য চারটি ওষুধ এবং স্কিন ও ওভারিয়ান ক্যান্সারের ওষুধ মিলফালানের মূল্য চার গুণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া আসপেনের কর্মীদের কাছ থেকে জানা গেছে, ২০১৪ সালে স্পেনের স্বাস্থ্যসেবা দপ্তরের সঙ্গে ওষুধের মূল্য নিয়ে বিতর্কের সময় জীবন রক্ষাকরী ওষুধের মজুদ ধ্বংস করার চক্রান্ত করেছিল কোম্পানিটি। স্প্যানিশ দৈনিক এল কনফিডেনসিয়াল ডিজিটালের প্রতিবেদনে বলা হয়, স্পেনের সঙ্গে ওষুধের মূল্য নিয়ে দরকষাকষির সময় ফার্মাসিটিক্যাল জায়ান্টটি হুমকি দিয়েছিল- যত দিন পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী ওষুধের মূল্য ৪০ গুণ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাবে সম্মত হবেন না, তত দিন পর্যন্ত ক্যান্সারের ওষুধ বিক্রি বন্ধ রাখবে তারা। ইনডিপেনডেন্ট, ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ