Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত শত্রুকে ধোঁকা দিতে অদৃশ্য ট্যাংক ও সাঁজোয়া যান নির্মাণ করছে

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : শত্রুর চোখে ধুলো দিতে সাঁজোয়া গাড়ি এবং সেনাদের বহনকারী গাড়িগুলিকে অদৃশ্য করার চেষ্টা চালাচ্ছে ভারত। শত্রুর হাত থেকে রেহাই পেতে ‘ছদ্মবেশ’ ধরবে সাঁজোয়া গাড়িগুলি। সেনা সূত্রের খবরে বলা হয়েছে, বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে যেসব ট্যাংক ও গাড়ি ব্যবহার করা হয় সেগুলো সহজেই সেন্সর ও র‌্যাডারে ধরা পড়ে। ট্যাংক ও গাড়িগুলোর তাপমাত্রার কারণেই সেগুলো ধরা পড়ে যায় বলে বিশেষজ্ঞদের মত। তাই উন্নততর সুরক্ষার খাতিরে এমন কিছু প্রযুক্তির দরকার যা বাহনগুলিকে ‘অদৃশ্য’ করতে পারবে। সেনারা কোন অভিযানে কোথা থেকে কী ভাবে যাচ্ছে এ সব কিছু থেকে শত্রæর নজর এড়াতে সেনার ট্যাংক ও অন্য বাহনগুলোকে ‘ছদ্মবেশী’ করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বর্তমানে সেনা ট্যাংক ও গাড়িগুলোকে এমন ভাবে রং করা হয় যাতে সেগুলো চট করে শত্রæর নজরে না আসে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এ ভাবে শুধু রঙের খেলার মাধ্যমে সেনা ও তাদের বাহনগুলোকে রক্ষা করা সম্ভব নয়। কারণ র‌্যাডার বা সেন্সরে রং ধরা না পড়লেও বাহনগুলোর অবস্থান ও উপস্থিতি ধরা পড়ে যাবে। তাই ভারতীয় সেনা চাইছে, এমন এক প্রযুক্তি যা এগুলোকে ‘অদৃশ্য’ করে রাখতে পারবে অর্থাৎ বাহনগুলো র‌্যাডারে বা সেন্সরে সহজে ধরা পড়বে না।সেনা সূত্রে খবর, এ ব্যাপারে ‘কোয়ান্টাম স্টেলথ’-এরও প্রস্তাব দেওয়া হয়েছে। কানাডার একটি সংস্থা এই প্রযুক্তির উদ্ভাবক।এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেনাদের বাহনগুলোতে এক বিশেষ ধরনের ধাতু ব্যবহার করা হবে। যা আলোক তরঙ্গকে বেঁকিয়ে দিয়ে বাহনগুলোকে ‘অদৃশ্য’ করে দেবে। শুধু তাই নয়, ইনফ্রারেড, থার্মাল সিগনেচার এমনকী গাড়ির ছায়াও পর্যন্ত পড়বে না। ফলে শত্রæকে সহজেই ধোকা দেওয়া যাবে।এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ