মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে আরিফ হোসেন দার (১৯) নামের এক শিক্ষার্থী নিহত হওয়ার পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর উপত্যকা। এসময় গুলিতে আরো ২০ জন শিক্ষার্থী মারাত্মক আহত হয়েছে বলে জানা যাচ্ছে। শুক্রবার বিকেলে উত্তর কাশ্মীরে নিরাপত্তারক্ষীর গুলিতে একাদশ শ্রেণীর এক ছাত্রের প্রাণহানির পর প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়ে সেখানকার মানুষ। স¤প্রতি পুলিশের গুলিতে তিন বিক্ষোভকারীর নিহত হওয়ার ঘটনায় এদিন বিকেলে কাশ্মীরের কুপওয়ারা জেলার নাতনুসা এলাকায় বিক্ষোভে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এতে ওই শিক্ষার্থী মারা যায়। দেশটির পুলিশ জানায়, বিক্ষোভ চলাকালীনই বিক্ষোভকারীরা নাতুনসা গ্রামে ৪৭ রাষ্ট্রীয় রাইফেলসের শিবির লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। এরপরই শূন্যে গুলি চালাতে থাকেন নিরাপত্তারক্ষীরা। এতে গুলি লাগে আরিফ হোসেন দার নামে এক ছাত্রের শরীরে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।