Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

সৈয়দপুরে রেল শ্রমিক দলের সম্মেলন

প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কারখানা ও ওপেন লাইন শাখার সম্মেলন গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি সৈয়দপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। রেলওয়ে শ্রমিক দল কারখানা শাখার সভাপতি হাসানুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিক দলের সভাপতি আলহা¡ রফিকুল ইসলাম, কার্যকরী সদস্য মিজানুর রহমান, সাখাওয়াৎ হোসেন রঞ্জু, আনিসুর রহমান, নাসের মো. শহীদুল্লাহ, শহিদুল ইসলাম বক্তব্য রাখেন। পরে আব্দুল করিমকে সভাপতি, রুহুল আমিন সম্পাদক, দুলাল প্রামাণিক যুগ্ম সম্পাদক, নূরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, জালাল হাওলাদার দপ্তর সম্পাদক, হারুন-অর-রশীদ প্রচার সম্পাদক ও আলমগীর হোসেনকে অর্থ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট ওপেন লাইন শাখা এবং হাসানুল ইসলাম সভাপতি, আবুল বাশার সহ-সভাপতি, শহীদুল ইসলাম সম্পাদক, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ মিয়া, রবিউল হক প্রচার সম্পাদক, মুক্তাদির হোসেন সমাজকল্যাণ সম্পাদক, মনসুর আলী ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, দাউদ আলী আইন বিষয়ক সম্পাদক ও শাহজাহান আলীকে অর্থ সম্পাদক করে ৫৩ সদস্যবিশিষ্ট কারখানা শাখা গঠন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সৈয়দপুরে রেল শ্রমিক দলের সম্মেলন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ