বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : খাগড়াছড়ির মহালছড়িতে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছাদিকুল ইসলামকে নৃশংসভাবে হত্যা ও পাহাড়ি আঞ্চলিক সংগঠনের অব্যাহত চাঁদাবাজিতে ফুঁসে উঠেছে স্থানীয় বাঙালিরা। ছাদিকুলের হত্যাকারী ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের আয়োজনে শনিবার সকালে মহালছড়ি উপজেলা পরিষদের সামনে দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাাঙালি ছাত্র পরিষদের জেলা শাখার সহ-সভাপতি সাহাদাত হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নিহত ছাদিকুল ইসলামের বড় ভাই রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদ, ছাত্রলীগ সভাপতি জিয়াউর রহমান, বাঙালি ছাত্র পরিষদের মহালছড়ি উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন প্রমুখ।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, খুন, গুম, অপহরণ, চাঁদার জন্য পণ্যবাহী গাড়িতে অগ্নিসংযোগ ও গুলিবর্ষণ খাগড়াছড়ি’র নৈমত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তিন পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ, জেএসএস ও জেএসএস এমএন লারমা গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার সরকারি-বেসরকারী চাকুরীজিবী, কৃষক, শ্রমিক থেকে শুরু করে সকল শ্রেণি পেশার পাহাড়ি-বাঙালিরা। এরই ধারাবাহিকতায় সর্বশেষ গত ১০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল চালক ছাদিকুল ইসলামকে দুই পাহাড়ি যুবক মহালছড়ি বাসস্ট্যান্ড থেকে রাঙ্গামাটি’র ঘিলাছড়ির উদ্দেশ্যে ভাড়া করে নিয়ে যায়। সেই থেকে নিখোঁজ হন ছাদিকুল। নিখোঁজের পর বৃহস্পতিবার বিকেলে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি এলাকায় মাটি চাপা অবস্থায় ছাদিকুলের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। ছাদিকুল হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানানো হয়েছে মানববন্ধন থেকে। অন্যথায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচীর হুঁশিয়ারী দিয়েছে বক্তারা। তবে প্রশাসন হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।