Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ এখন নারী আন্দোলনে বিশ্বে রোল মডেল -বজলুল হক হারুন এমপি

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ধর্মবিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ-সউদী আরব সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি বজলুল হক হারুন বলেছেন, আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন নারী আন্দোলনের বিশ্বের রোল মডেল। আজকের মেয়েরা প্রতিবাদ করতে শিখেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ফার্স্ট লেডি মেনালিয়া ট্রাম্প নারী প্রতিবাদী সাহকিতার জন্য শারমিন আক্তারকে সেক্রেটারি অব স্টেটস ইন্টারন্যাশনাল ইউমেন অফ কারেস (আইডব্লিউওসি) ২০১৭ অ্যাওয়ার্ডে ভ‚ষিত হয়েছে। রাজাপুরের সাহসী কিশোরী শারমিন আক্তারকে মার্কিন যুক্তরাষ্ট্র পুরস্কারপ্রাপ্ত হওয়ায় বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমর্যাদা উজ্জ্বল হয়েছে। আজকের নারীরা এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের মেয়েরাও এগিয়ে যাচ্ছে। শারমিনের উদ্দেশে বলেন, শারমিন তুমি এগিয়ে যাও আমরা তোমার সাথে আছি তুমি যে কৃতিত্ব দেখিয়েছ তার জন্য আমরা রাজাপুরবাসী ধন্য। জঙ্গিবাদের প্রতিবাদ করায় মালালা জঙ্গি হামলায় আক্রান্ত হয়েছিল কিন্তু থেমে যাননি, মালালাও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বের দরবারে দেশকে উজ্জ্বল করেছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সফল হয়েছেন। তিনি গতকাল শনিবার সকাল ১১টায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ৯০তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০১৭ ও শারমিন আক্তারের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে শারমিন আক্তারকে ফুলেল শুভেচ্ছা ও নৌকা প্রতীকের বুরুজ প্রদান করেন প্রধান অতিথি। এ সময় শারমিন আক্তার যুক্তরাষ্ট্রের প্রতি ও আমাদের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি চাই সংগ্রাম চালিয়ে যেতে, আমি চাই দেশের সব মেয়েদের জন্য কিছু করতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন, দেশের নারীদের জন্য কিছু করতে, আমি শারমিন থাকতে রাজাপুরে কোনো মেয়ের বাল্যবিবাহ দিতে পারবে না, আমি চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি দেশের জন্য কিছু করতে পারি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মনিরুজ্জামান। বিশেষ অতিথি অধ্যক্ষ গোলাম বারী খান, সদস্য জেলা পরিষদ। মহিলা ভাইস চেয়ারম্যান, আফরোজা আক্তার লাইজু। ওসি শেখ মুনীর উল গিয়াস, কবি মাহমুদা খানম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমপি

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ