রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
হিলি সংবাদদাতা
হিলিতে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের বাড়ি হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামে। স্থানীয়রা জানায়, গতকাল বুধবার বেলা ১টার দিকে হিলি সদরের মধ্যবাসুদেবপুর এলাকায় মৃত মনসুর আলীর ছেলে রাজু ইসলাম বাড়ির পার্শ্বের নারিকেল গাছের ডাল কাটার জন্য গাছে উঠে। ডাল কাটার একপর্যায়ে গাছের পাশ দিয়ে বয়ে যাওয়া ২২০ ভোল্টেজের বিদ্যুৎ লাইনে ডালটি স্পর্শ হলে রাজু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। তার লাশ গাছের ডালের সাথে ঝুলতে থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছ থেকে লাশ উদ্ধার করে।
বিষ প্রয়োগ করে মাছ নিধন
হিলি স্থলবন্দর এলাকার বোয়ালদাড় গ্রামে বিষ প্রয়োগ করে ছিদ্দিক আলী নামে মৎস্য চাষির একটি পুকুরের ২ লাখ টাকার মাছ নিধন করেছে কে বা কারা। মৎস্য চাষি ছিদ্দিক জানান, গতকাল বুধবার সকালে পুকুরে মাছকে খাবার দিতে এসে দেখেন পুকুরের মাছ মরে ভেসে আছে। গত এক বছর আগে কৃষি ব্যাংক থেকে আড়াই লাখ টাকা মৎস্য ঋণ নিয়ে নিজ পুকুরে মাছ চাষ শুরু করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।