Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিস্তা নদীর চরাঞ্চলে ব্রিজ নির্মাণ করায় এলাকাবাসী খুশি

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জের চরাঞ্চলে ব্রিজ নির্মাণ করায় এলাকাবাসী খুশি হয়েছে। চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় যানবাহন চালানো যাবে নির্বিঘেœ। এক সময়ের খরস্রোতা তিস্তা নদী মরা খালে পরিণত হওয়ায় বিশাল এলাকাজুড়ে ধু-ধু বালু চর জেগে উঠেছে। এই চরগুলোতে বসতি গড়ে তুলেছে জমির পূর্ব মালিকরা। ইউনিয়ন পরিষদগুলো এই বিপুল জনগণের বসতি গড়া চরাঞ্চলে টিআর, জিআর, কাবিখা, কাবিটা ও এলাজিএসপির অর্থায়নে রাস্তা ও ছোট ছোট কালভার্ট নির্মাণ করলেও জনগণের যাতায়াত নির্বিঘœ করতে ব্রিজ নির্মাণ করতে পারেনি ইউনিয়ন পরিষদের ক্যাপাসিটির আওতায় না থাকায়। এবছর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০১৬-১৭ অর্থ বছরে গ্রামীণ রাস্তায় সেতু/কালভাট নির্মাণের অংশ হিসেবে উপজেলার তারাপুর ইউনিয়নের খোর্দ্দার চর ও লাটশালার চরে দুইটি সেতু নির্মাণ করা হয়েছে। ৩৪ ফুট দীর্ঘ প্রতিটি সেতু নির্মাণে ব্যয় হয়েছে ২৭ লাখ ৯৪ হাজার ২৫৬ টাকা। দুর্গম চরাঞ্চলে সেতু নির্মাণে যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন হওয়ায় চরাঞ্চলবাসী বেজায় খুশি হয়েছে। এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার জানান, চরাঞ্চলের মানুষের যোগাযোগের দুর্ভোগ লাঘবে এ বছর দুটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া জানান, বর্তমান সরকার জনবান্ধব তাই জনগণের সুবিধার্থে আমরা কাজ করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিস্তা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ