Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৈশ প্রহরীদের বেতন-ভাতার দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরীদের বেতন ভাতার দাবিতে নান্দাইলে গতকাল বুধবার দুপুরে মানববন্ধন কর্মসূচি, সড়ক অবরোধ ও উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে। আন্দোলনরতরা জানান, ময়মনসিংহের নান্দাইল উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৫ সালের ২৫ এপ্রিল ৭৫জন দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগ পাওয়ার পর তারা বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের পর থেকে আজো সরকারী কোনো বেতন ভাতা পায়নি। বেতন ভাতা না পাওয়ায় তারা পরিবার পরিজন নিয়ে মানববেতর জীবন যাপন করছে। এ সময় ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সেলিম মিয়া, শহীদুল ইসলাম খান, কাইয়ুম মিয়া, আব্দুল হাকিম ভদ্র প্রমুখ। অবশেষে সরকারী বেতন ভাতার দাবিতে নান্দাইল উপজেলা পরিষদের সামনে ভুক্তভোগীরা ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন শেষে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৈশ প্রহরীদের বেতন-ভাতার দাবিতে মানববন্ধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ